মুখের ঘা এর কারণ ও প্রতিকার।


কারো কারো মুখে প্রায়ই ঘা হয়, ঘন ঘন হওয়া এই ঘা কে এপথাস বলে। এটি মুখের ভেতরে সবখানে হতে পারে। মুখে এপথাসই সবচেয়ে বেশি হয়।। 

প্রতি পাঁচ জন মানুষের মধ্যে এক জন জীবনের কোন না কোন পর্যায়ে এপথাসে আক্রান্ত হবেই।। এটা মহিলাদের পুরুষ থেকে বেশি হয়।।

১০ থেকে ৪০ বছর বয়সের মানুষেত এটা বেশি হয়।। বয়স যত বাড়বে, এই ঘা এর প্রকোপ ততই কম হবে।।

https://medication360.blogspot.com/?m=1

এপথাসের_কারণ

এর কারণ অজানা। কোন ইনফেকশনের জন্যে হয় না। তাই আপনি একে আগেই ধরতে পারবেন না। এরা সাধারণত আপাত দৃষ্টিতে সুস্থ মানুষের কোন কারণ ছাড়াই হয়।।

তবে কিছু কিছু কারণে এটা বেড়ে যায়।।

১. অসমান বা শক্ত টুথব্রাশের আঘাতে।।

২. হরমোনের অসামঞ্জস্যতার জন্য মেয়েদের মাসিকের আগে বেশি হয় এবং বয়স্ক মহিলাদের মাসিক বন্ধ হওয়ার পরে হয়।।

৩. মানসিক চাপ, উদ্বিগ্নতার জন্যও হতে পারে।।

৪.আয়রণ,ভিটামিন বি১২,ফলিক এসিডের অভাবেও হতে পারে।।

৫. ধূমপায়ীরা ধূমপান ছেড়ে দেওয়ার পরেও এটা হয়।।

এপথাসের_চিকিৎসা 

এর কোন ওষুধের প্রয়োজন নেই। সাধারণত নিজে নিজেই ভালো হয়ে যায়।।  ৭-১৪ দিন সময় লাগে।।

 কিন্তু ব্যথা বেশি হলে বা তাড়াতাড়ি ঘা শুকাতে ওষুধ ব্যবহার করা লাগতে পারে। এখানে কিছু ওষুধের নাম দেয়া হল যা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই দোকান থেকে কিনতে পারা যায়।।

Apsol oral paste/Sorex oral paste দিনে ৩/৪ বার লাগাতে হয় ঘা না শুকানো পর্যন্ত।। 

Tab. Riboson 5mg, ১+১+১, ১০ দিন

এরপরেও যদি ভালো না হয়, চিকিৎসক এর শরণাপন্ন হতে হবে।।

সবার সুস্থতা কামনা করছি।।