১ম থেকে ৯ম শ্রেনীতে ভর্তির ২০২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি লটারির ফলাফল
পেতে আমাদের সাথে থাকুন।দ্রুত ফলাফল পেতে শেয়ার করে রাখুন।
![সরকারি বিদ্যালয়ে ভর্তি লটারির ফলাফল প্রকাশ সরকারি বিদ্যালয়ে ভর্তি লটারির ফলাফল প্রকাশ](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjK8kAxuaT68rdQRUJjqYuMqIV62tZjHjqPTke3cR1Gnc29KsER6tUCRb6CGOjPwhEXuTGccm9ABl22r7sdaN7dlHbB3yK0z_hdIi0T31CoSc4ujjkTZUYZVM-oAPgGYyZc0B6F5jDrlzs-/s16000-rw/IMG_20201229_220030.jpg)
মাউশির এক চিঠিতে বলা হয়েছে, ২০২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায় পর্যন্ত) মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তিপ্রক্রিয়া ডিজিটাল লটারির মাধ্যমে অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারি ও বেসরকারি (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায় পর্যন্ত) মাধ্যমিক বিদ্যালয়ের (কেন্দ্রীয় ডিজিটাল লটারির অন্তর্ভুক্ত) ডিজিটাল লটারি অনুষ্ঠান ১৭ ডিসেম্বর সকাল ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।
ডিজিটাল লটারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রতিষ্ঠান প্রধান/অভিভাবক/শিক্ষার্থী লিংক থেকে তাঁদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করা ফলাফল প্রাপ্তির সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠান প্রধান সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ই-মেইলে প্রেরণ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে অবহিত করবেন।
একটি মন্তব্য পোস্ট করুন