ভারতীয় ভিসার কিছু তথ্য:

ভারতীয়-ভিসার-কিছু-তথ্য:

প্রশ্নোত্তরে ভারতীয় ভিসার কিছু তথ্য:

প্রশ্ন: ফরম কয়দিনের মধ্যে জমা দিতে হবে?
উত্তর: পুরণকৃত ফর্ম ৮ দিনের মধ্যে জমা দিতে হবে। নতুবা আবার নতুন করে ফরম ফিলা আপ করতে হবে।
প্রশ্ন: আমি না গেলে হবে?
উত্তর: পাসপোর্টধারীকে যাওয়া লাগবে। কিছু ব্যতিক্রম আছে, যেমন একই পরিবারের সবার ভিসার জন্য একজন (স্বামী/স্ত্রী, বাবা/মা, ছেলে/মেয়ে আসলে হবে)
প্রশ্ন: কি কি কাগজ পত্র নিতে হবে?
উত্তর: লম্বা লিস্ট! সংযুক্ত ছবি দেখুন।
প্রশ্ন: অন্য পাসপোর্টের তথ্য দিতে হবে?
উত্তর: শুধুমাত্র দ্বৈত নাগরিকত্ব আছে এরকম লোকজনের অন্য পাসপোর্টের তথ্য লাগবে। অন্য সব ক্ষেত্রে “নো” অপশন সিলেক্ট করবেন।
প্রশ্ন: ভারতে রেফারেন্স দেয়ার মত কেউ নেই, আমার কি হবে?
উত্তর: কিচ্ছু হবে না। যে জায়গায় যাবেন সেখানের একটা হোটেলের গুগল সার্চ করে নাম, ঠিকানা ও ফোন নাম্বার রেফারেন্সের ঘরে লিখুন।
প্রশ্ন: দেশে রেফারেন্স কাকে দেব?
উত্তর: আপনার নিকটাত্মীয়/ভাই-বোন/বন্ধু/মা-বাবা/স্বামী-স্ত্রী যে আপনার সাথে ভারতে যাবেনা এমন একজনের দিবেন।
প্রশ্ন: আমি তো ১০ টা জায়গায় যাবো/থাকবো। সবগুলোই এন্ট্রি দেয়া লাগবে?
উত্তর: আপনার হাতে অফুরন্ত সময় থাকলে দেন। না হলে ১/২ টা দিলেই হবে।
প্রশ্ন: কোন বর্ডার সিলেক্ট করব?
উত্তর: আপনি কোথায় যাবেন সেটার উপর নির্ভর করে। অধিকাংশ লোকের জন্য বাই এয়ার/হরিদাসপুর (বেনোপল হয়ে) অপশন দরকার পড়ে। আপনি যদি দার্জিলিং দিয়ে ঢোকার ইচ্ছে থাকে তবে চেংড়াবান্দা সিলেক্ট করবেন। আর মেঘালয়ের জন্য ডাউকি।
প্রশ্ন: ১৫০ ডলার এনডোর্স করা আছে, আমার কি ব্যাংক স্টেটমেন্ট লাগবে?
উত্তর: না, একটা হলেই চলবে।
প্রশ্ন: আমার ক্রেডিট কার্ড আছে, আমার কি ব্যাংক স্টেটমেন্ট বা ১৫০ ডলার এনডোর্স করা লাাগবে?
উত্তর: না। তবে অবশ্যই ক্রেডিট কার্ড সংশ্লিষ্ট ব্যাংক থেকে পাসপোর্ট এনডোর্স করা থাকতে হবে।
প্রশ্ন: বাই রোডে যেয়ে বাই এয়ারে আসতে পারবো? অথবা উল্টোটা?
উত্তর: বাইরোডে যেয়ে বাই এয়ারে এবং বাই এয়ারে যেয়ে বাই রোডে ফিরতে পারবেন। তবে বাই এয়ারের ভিসা দিয়ে বাই রোডে যেতে পারবেন না (এজন্য বাই এয়ার/হরিদাসপুরটা ভালো অপশন, দুটোই করা যায়)।
প্রশ্ন: ভিসা পূরণের সময় সিংগেল এন্ট্রি / ডাবল এন্ট্রি / ট্রিপল এন্ট্রি / মাল্টিপল এন্ট্রি কোন সিলেক্ট করবো?
উত্তর: অবশ্যই মাল্টিপল। কারণ এতে আপনি যতবার খুশি এন্ট্রি করতে পারবেন। তবে এটাও মনে রাখবেন একবার এন্ট্রিতে সর্বোচ্চ৩ মাসের বেশি থাকা যায় না।

প্রশ্ন: বাংলাদেশ সিলেক্ট করতে পারিছনা কেন?
উত্তর আপনি ভুল সাইট বেছে নিয়েছেন। সঠিক সাইটের ঠিকানা (www.ivacbd.com)