আপনি এখন কি চিন্তা করছেন তা আমরা জানি। আপনি হয়ত চিন্তা করছেন আপনার লেভি জিন্স প্যান্ট এর সামনের বড় পকেট এর উপরে অতিরিক্ত হিসেবে যে ছোট পকেট টি দেওয়া হয়েছে তা কি কাজে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে?
আপনি হয়ত মনে করছেন আপনার কয়েন অথবা গিটার এর পিক লুকিয়ে রাখার জন্য পকেটটি দেওয়া হয়েছে। না, আসলে এটা মূল কারণ নয়। ঐ ছোট পকেটটি দেওয়া হয়েছে আপনার প্রিয় পকেট ঘড়িটি নিরাপদে লুকিয়ে রাখার জন্য। যদিও এই ব্যাপারটি এখন কম বেশী সব স্কুল ছাত্রই জানে।
ব্যাপারটি হলো, জিন্স প্যান্ট আবিষ্কার হয় ১৮ শতাব্দীতে, তখন চেইন যুক্ত পকেট ঘড়ি মানুষের জন্য একটি নিত্য প্রয়োজনীয় জিনিস ছিল, এবং রাখাল বালকদের কাছে এই পকেট ঘড়ি থাকাটা একটা সম্মানেরও বিষয়।
রাখাল বালকদের এই পকেট ঘড়ি রাখার উদ্দ্যেশ্যেই জিন্স প্যান্ট এ ছোট পকেট এর ব্যবহার চালু হয়। এখনো এটির ব্যবহার রয়ে গেছে। যদি আপনার চেইন ওয়ালা কোন পকেট ঘড়ি না থাকে তাহলে আপনি এই ছোট পকেট অন্যান্য ছোট-খাট জিনিস লুকিয়ে রাখতে পারেন। এছাড়াও জিন্স প্যান্ট এর পকেট এ গুরুত্বপূর্ণ জায়গায় পিতলের ছোট ছোট হুক লাগানো থাকে।
এটিরও কিন্তু একটি উদ্দেশ্য রয়েছে। আগের দিনগুলোতে পুরুষ মানুষেরা কাজ করার সময় জিন্স প্যান্ট পড়ত, কাজের সময় চাপের কারণে বিভিন্ন পয়েন্ট এ ছিঁড়ে যেতো, এবং সেই দুর্বল পয়েন্টগুলো মজবুত করার জন্য পিতল এর হুক লাগানো হতো। এতে করে প্যান্টগুলো আরো দীর্ঘস্থায়ী হতো, এবং ঐ একই ডিজাইন বর্তমান যুগেও রয়ে গেছে।
একটি মন্তব্য পোস্ট করুন