অপরাধীর মতো আচরণ করা হয় যুক্তরাষ্ট্র থেকে ফেরা ভারতীয়দের সাথে

অপরাধীর মতো আচরণ করা হয় যুক্তরাষ্ট্র থেকে ফেরা ভারতীয়দের সাথে
তাদের হাত-পা বেঁধে রাখা হয়েছিল রবিন হান্ডা অভিযোগ করেছেন

মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছিলেন হরিয়ানার কুরুক্ষেত্রের বাসিন্দা রবিন হান্ডা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার পর উন্নত ভবিষ্যতের খোঁজে।

হরিয়ানার বিবিসির সংবাদদাতা কমল সাইনিকে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।

রবিন হান্ডা বলেন, "সাত মাস আগে যুক্তরাষ্ট্র যাওয়ার জন্য বাড়ি ছেড়েছিলাম। পথে বিভিন্ন জায়গায় আমাকে আটকানো হয়। নানা সমস্যার সম্মুখীন হয়েছি। কখনও খাবার পেয়েছি, কখনও পাইনি। কখনও সমুদ্রে, কখনোবা নৌকায় চড়ে গিয়েছি। লোকে আমার টাকাও কেড়ে নিয়েছে।"

"২২ জানুয়ারি সীমান্ত অতিক্রম করে আইনি প্রক্রিয়া শেষ করার পর সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করি। ওরা আমাদের একটা শিবিরে নিয়ে যায়। সেখানে ওরা আমাদের সঙ্গে অপরাধীর মতো আচরণ করে।"

"ক্যাম্প থেকে কোথায় নিয়ে যাওয়া হবে তাও জানানো হয়নি আমাদের। হাত-পা শিকল দিয়ে বেঁধে রাখা হয়। সামনে সেনাবাহিনীর বিমান দাঁড়িয়ে থাকতে দেখে আমরা অবাক হয়ে যাই।"

"কেউ এইভাবে বাইরে যাক, সেই পরামর্শ কখনোই দেব না। পথটা খুবই কঠিন।"

রবিন হান্ডার বাবা জানিয়েছেন, ছেলেকে যুক্তরাষ্ট্রে পাঠাতে ৪৫ লাখ টাকা খরচ করেছেন তিনি।


তার কথায়, "এজেন্সি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ওরা বলেছিল ছেলে এক মাসের মধ্যে পৌঁছে যাবে। কিন্তু ছয়-সাত মাস ধরে ওকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে বাধ্য করা হয়েছে। ছেলেকে নির্যাতন করা হয়েছে। এমনকি বৈদ্যুতিক শকও দিয়েছে।"

ঘটনার প্রমাণ রয়েছে বলেও দাবি করেছেন রবিন হান্ডার বাবা।

তিনি বলেন, "ছেলেকে মারধরের ভিডিও আমাদের কাছে আছে। ভালো চাকরি পাবে এই প্রতিশ্রুতি পেয়ে জমিও বিক্রি করেছিলাম, কিন্তু কিছুই হয়নি।"

Share this:

একটি মন্তব্য পোস্ট করুন

 
স্বত্ব © ২০২৫ রোদেলা বিকেল 24 | অনলাইন সংবাদপত্র (পত্রিকা). যোগাযোগ রোদেলা বিকেল 24