স্যামসাংয়ের গ্যালাক্সি জি ফোল্ড-৩ ও জি ফ্লিপ-৩ ফ্ল্যাগশিপ ফোল্ডেবল মোবাইল


প্রযুক্তি তাৎপর্যপূর্ণ উন্নয়ন ও পরিবর্তন নিয়ে এসেছে মানুষের জীবনে। মোবাইল অন্যতম এর মধ্যে,
বিশেষ করে স্মার্টফোন। যোগাযোগের ক্ষেত্রে অভাবনীয় বিকাশের পাশাপাশি মোবাইলে সংযোজিত হওয়া নিত্যনতুন উদ্ভাবনী, সৃজনশীল ও ভিন্নধর্মী ফিচারগুলো সাধারণ মানুষের জীবনকে আরও সমৃদ্ধ ও বিকশিত করেছে। মানুষের চাহিদা ও লাইফস্টাইলের সঙ্গে মানানসই সময়ের পরিপ্রেক্ষিতে পরিবর্তিত হতে থাকা এমন বিভিন্ন ধরনের নতুন নতুন ডিজাইনের মোবাইল ও ফিচার যোগ করেছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো।

একটি বিশেষ ও আকর্ষণীয় ধরন হলো ভাঁজ করা যাবে বা ফোল্ডেবল মোবাইল ক্রমবর্ধমান এই টেকনো ইন্ড্রাস্টিতে। রুচিশীল ও স্মার্ট ফোল্ডেবল মোবাইল পছন্দ করেন, এমন ব্যবহারকারীদের জন্য চমৎকার সুখবর নিয়ে এসেছে মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। দেশের বাজারে জি ফোল্ড-৩ ফাইভ জি ও জি ফ্লিপ-৩ ফাইভ জি মডেলের দুটি ফ্ল্যাগশিপ ফোল্ডেবল মোবাইল আনতে যাচ্ছে স্যামসাং।

উন্নত ডিজাইন ও ডিসপ্লের সমন্বয়
ফোল্ডেবল স্মার্টফোন ডিভাইস দুটিই প্রিমিয়াম। দুটি ডিভাইসই ফোল্ডেবল ব্যবহারকারীদের জন্য চমৎকার কারিগরি ও ফ্ল্যাগশিপ উদ্ভাবনী প্রযুক্তির সমন্বয়ে তৈরি করা হয়েছে। মোবাইল দুটিতেই রয়েছে আইপিএক্সএইট ওয়াটার রেজিস্ট্যান্স প্রযুক্তি বৃষ্টির পানিতে বা হুট করে পানি পড়ে মোবাইল ভিজে নষ্ট হয়ে যাওয়ার দুশ্চিন্তা থেকে মুক্তি দিতে। ৩০ মিনিট পর্যন্ত পানিতে ডুবলেও মোবাইল নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে না।

এ ছাড়া গ্যালাক্সি স্মার্টফোনের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী আর্মর অ্যালুমিনিয়াম দ্বারা এ দুই ডিভাইস তৈরি করা হয়েছে। স্ক্র্যাচেবল পিইটি দ্বারা তৈরি নতুন প্রটেক্টিভ ফিল্ম ও অপটিমাইজড ডিসপ্লে প্যানেল স্তর মোবাইল দুটির মূল স্ক্রিনকে আগের ডিভাইসগুলোর চেয়ে ৮০ শতাংশ বেশি টেকসই করে তুলবে। ব্যুরো ভেরিটাসের দুই লাখবার ফোল্ডিং করার টেস্টের মাধ্যমে ডিভাইস দুটি তাদের সামর্থ্যের পরিচয় দিয়েছে। ব্যবহারকারীদের অত্যাধুনিক ট্যাব ও দুর্দান্ত ফিচারের ডিভাইসের সমন্বয় গ্যালাক্সি জি ফোল্ড-৩ মোবাইলটি।

এতে রয়েছে ১০৮০ পিক্সেল ওয়াইড ওলেড ডিসপ্লে, ফলে এটি আগের ধরনগুলোর চেয়ে দেবে আরও বেশি চমৎকার স্ক্রলিং অভিজ্ঞতা। এর মূল স্ক্রিনে রিফ্রেশ রেট ১২০ হার্জ, তাই স্মুথ ব্যবহার করা যাবে। এর ৯:২২ অনুপাতের আকার অন্যান্য স্মার্টফোনের চেয়ে বড় হলেও আধুনিক স্মার্টফোনের মতোই কাজ করে।

ট্যাব সাইজের ডিভাইস ভাঁজ করে পকেটে নিয়ে স্বচ্ছন্দে ব্যবহারের অভিজ্ঞতা পাওয়া যাবে ৭.৬ ইঞ্চির ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে–সমৃদ্ধ গ্যালাক্সি জি ফোল্ড৩ ডিভাইসে। নিজের ইচ্ছেমতো ভাঁজ খুলে ও বন্ধ করে অত্যাধুনিক ট্যাব ও দুর্দান্ত ফিচারের সমন্বয় উপভোগের অভিজ্ঞতা নিতে পারবেন ব্যবহারকারীরা। দুটো স্ক্রিন ভাঁজ করে রাখলেও আকারে যথেষ্ট চিকন করে তৈরি করা হয়েছে। এতে রয়েছে ১০৮০ পিক্সেল ওয়াইড ওলেড ডিসপ্লে, ফলে এটি আগের ধরনগুলোর চেয়ে দেবে আরও বেশি চমৎকার স্ক্রলিং অভিজ্ঞতা। এর মূল স্ক্রিনে রিফ্রেশ রেট ১২০ হার্জ, তাই স্মুথ ব্যবহার করা যাবে। এর ৯:২২ অনুপাতের আকার অন্যান্য স্মার্টফোনের চেয়ে বড় হলেও আধুনিক স্মার্টফোনের মতোই কাজ করে।

ফ্ল্যাগশিপ গ্যালাক্সি জি ফোল্ড-৩ মোবাইলটি স্যামসাংয়ের জি সিরিজের প্রথম ডিভাইস, যেটি ‘এস পেন’ সাপোর্ট করে।স্যামসাং বিশেষ ‘ফোল্ড এডিশন’ এস পেন তৈরি করেছে  এ সিরিজের মোবাইলগুলোর জন্য। মাল্টিটাস্কিং সুবিধাসমৃদ্ধ এ ডিভাইসে ‘এস পেন’ ব্যবহারের সর্বোচ্চ সুবিধা উপভোগ করা যাবে। ভিডিও কল ও মিটিংয়ে অংশগ্রহণের জন্য ডিভাইসটি অর্ধেক ভাঁজ করে ল্যাপটপের মতো চমৎকারভাবে ব্যবহার করা যাবে। ঝকঝকে, আগের চেয়ে চিকন ও স্টাইলিশ ডিজাইনের এ ডিভাইসগুলো পাওয়া যাবে ফ্যান্টম ব্ল্যাক ও ফ্যান্টম গ্রিন কালারে।

গ্যালাক্সি জি ফ্লিপ-৩ ডিভাইসটি স্যামসাংয়ের আগের বাটন ফ্লিপ ফোনগুলোর আদলে স্মার্টফোন আকারে তৈরি করা হয়েছে। এ ডিভাইস ব্যবহারে নস্টালজিক একটি অনুভূতি পাওয়া যায়। বোল্ড কালার অপশন, স্লিক ডিজাইন ও প্রিমিয়ার ফিচারের সমন্বয়ে তৈরি এ মোবাইল পাওয়া যাবে ক্রিম, গ্রিন ও ফ্যান্টম ব্ল্যাকের মতো চমৎকার সব কালারে। এর কভার স্ক্রিন আগের চেয়ে ৪ গুণ বড়, ফলে ভাঁজ করা অবস্থায় খুব সহজে স্ক্রিনে নোটিফিকেশন, মেসেজ, আবহাওয়া ইত্যাদি দেখা যাবে এবং গান শোনা নিয়ন্ত্রণ করা যাবে। ভাঁজ করা অবস্থায় কল এলে ভাঁজ না খুলে কভার স্ক্রিনে স্পর্শ করেই কথা বলা যাবে।

১০৮০ পিক্সেল ওয়াইড ওলেড ডিসপ্লে, ফলে এটি আগের ধরনগুলোর চেয়ে দেবে আরও বেশি চমৎকার স্ক্রলিং অভিজ্ঞতা। এর মূল স্ক্রিনে রিফ্রেশ রেট ১২০ হার্জ, তাই স্মুথ ব্যবহার করা যাবে। এর ৯:২২ অনুপাতের আকার অন্যান্য স্মার্টফোনের চেয়ে বড় হলেও আধুনিক স্মার্টফোনের মতোই কাজ করে।

ফোল্ডিং করা অবস্থাতেই কভার স্ক্রিনে ক্যামেরা ব্যবহার করে ছবি তোলা ও ভিডিও করা যাবে। এর স্ক্রিন ৬.৭ ইঞ্চি, কিন্তু ডিভাইসটি অর্ধেক ভাঁজ করে খুব স্বচ্ছন্দে পকেটে নিয়ে চলা যায়। 

পারফরম্যান্স ও ব্যাটারি
অ্যান্ড্রয়েড-১১-সমৃদ্ধ দুটি ডিভাইসেই রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর, ফলে এ ফ্ল্যাগশিপ ডিভাইস দুটিতে ব্যবহারকারীরা স্মুথ ও সাবলীল ব্যবহারের অনুভূতি পাবেন। ১২ জিবি র‍্যামসহ গ্যালাক্সি জি ফোল্ড৩ পাওয়া যাবে ২৫৬ জিবি স্টোরেজে এবং গ্যালাক্সি জি ফ্লিপ৩ হলো পাওয়া যাবে ৮জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজে। পর্যাপ্ত স্টোরেজ ও র‍্যাম ডিভাইস দুটিকে স্বচ্ছন্দে ব্যবহারযোগ্য করে তুলেছে।

গ্যালাক্সি জি ফোল্ড৩–এ আছে ৪৪০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি এবং গ্যালাক্সি জি ফ্লিপ৩–এ আছে ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। গ্যালাক্সি জি ফোল্ড৩ মোবাইলটি ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং এর ওয়্যারলেস ফাস্ট চার্জিং ১১ ওয়াট ও রিভার্স ওয়্যারলেস ফাস্ট চার্জিং ৪.৫ ওয়াট। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ৩ ফোন ১৫ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ইতিহাস তৈরিকারী প্রতিষ্ঠান স্যামসাং, ফ্ল্যাগশিপ ফোল্ডিং হ্যান্ডসেটের জগতে এমন দুর্দান্ত চিপসেট ও ফিচারের এ ডিভাইস দুটি সংযোজনের মাধ্যমে ফোল্ডিং ডিভাইসের বিকাশে অনন্য মাত্রা যোগ করেছে, যা তাদের বাজারে শীর্ষস্থানীয় করে রাখতে সহায়তা করবে।

ক্যামেরা ও অন্যান্য
স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড৩–এ আন্ডার ডিসপ্লে ক্যামেরার সংযোজন করা হয়েছে। অর্থাৎ বাইরে থেকে দেখলে বোঝা যাবে না যে এখানে ক্যামেরা আছে। আন্ডার ডিসপ্লে ক্যামেরাটি ৪ মেগাপিক্সেল। এর মূল ক্যামেরা ১২ মেগাপিক্সেল, যা দিয়ে দুর্দান্ত ছবি তোলা যাবে। এ ছাড়া বিস্তৃত আকারে স্পষ্ট ও নিখুঁত ছবি তুলতে মূল ক্যামেরার সঙ্গে আরও আছে ১২ মেগাপিক্সেল টেলিফটো ও ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। 

সঙ্গে আছে প্যানারোমা, এইচডিআর ও এলইডি লাইট ফিচার। সেলফি ও ভিডিও কলের জন্য আন্ডার ডিসপ্লে ক্যামেরার সঙ্গে আছে ১০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এ ছাড়া সামাজিক মাধ্যমে আপলোড দেওয়ার জন্য চমৎকার ছবি তোলা যাবে এতে। ভাঁজ করা ও ভাঁজ খোলা, উভয় অবস্থাতেই এ ফোনে ছবি তোলা ও ভিডিও করা যাবে।

অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ৩–এ আছে ১২ মেগাপিক্সেল স্ট্যান্ডার্ড ওয়াইড ক্যামেরা ও ১২ মেগা পিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। এ ছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য আন্ডার ডিসপ্লে ক্যামেরার সঙ্গে আছে ১০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। 

ফোল্ডিং মোবাইল খাতে তাদের ধারাবাহিক পণ্য উৎপাদন ইতিমধ্যে তাদের শীর্ষস্থানীয় পর্যায়ে পৌছে দিয়েছে। সর্বোপরি, উদ্ভাবনী মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে স্যামসাং বরাবরই বিশ্ববাজারে নিজেদের সামর্থ্যের পরিচয় দিয়ে আসছে।

এ খাতে নতুন এক মাত্রা যোগ করেছে প্রতিষ্ঠানটি গ্যালক্সি জি ফোল্ডিং-৩ ও গ্যালক্সি জি ফ্লিপ-৩ বাজারে আনার মধ্য দিয়ে । দৃষ্টিনন্দন ডিজাইন, অত্যাধুনিক প্রযুক্তি, ভিন্নধর্মী গঠন, নতুনত্ব- সবকিছু মিলিয়ে স্মার্ট ও রুচিশীল ব্যবহারকারীদের জন্য পছন্দসই ও মানানসই ডিভাইস হতে পারে এ স্মার্টফোন দুটি। আগামী ১ সেপ্টেম্বর থেকে আগ্রহীরা কিনতে চাইলে প্রি-অর্ডার করতে পারেন। 

স্যামসাংয়ের অফিশিয়াল ফেসবুক পেজ অথবা samsung.com ভিজিট করে বিস্তারিত জানতে পারেন।