.jpg)
এটি আসলে উড়িয়া ভাষায় গাওয়া একটি গান। বিখ্যাত উড়িয়া সঙ্গীত শিল্পী সত্য অধিকারীর গাওয়া এই গান। ৬ বছর আগে মুক্তি পায় এই গান। উড়িষ্যার কোরাপুটের স্থানীয় ভাষায় লেখা গান। এই গানে অভিনয় করেছেন সম্বলপুরের গোবিন্দতলার বাসিন্দা বিভূতি বিশ্বল। তিনি একজন থিয়েটার অভিনেতা। বেশ কিছু ছবিতেও নামভূমিকায় অভিনয় করেছেন। এমনকি, অল ইন্ডিয়া রেডিয়ো-র একজন প্রতিষ্ঠিত শিল্পী এবং শিক্ষক। এই গান প্রথম রেকর্ড করা হয় ১৯৯৫ সালে। পরে তৈরি হয় মিউজিক ভিডিও।
‘ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ/ ধনকে চিনলি তুই ননী সিনা/ মনকে চিনলি নাই/ সুনাকে চিনলি, মনাকে চিনলি/ মানুষ চিনলি নাই/ ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ’। এই গান এখন চারিদিকে ভাইরাল। কিন্তু কী মানে এই গানের জানেন?
তেমনই ভাবে ইদানীং ভাইরাল হয়ে গেছে একটি গান—'ছিঃ ছিঃ রে ননী ছিঃ…।’ বিশেষ করে গানের একটি পরিচ্ছদ মুখে মুখে ফিরছে— (Chi Chi Chi re Nani Bengali Lyrics)
ধন কে দেখিলু তুই ননী সিনা মনকে চিনলু নাই
সুনাকে চিনলু বানাকে চিনলু মনিষো চিনলু নাই
ধন নাই বলি মোর পাখে ননী তার কাজে উঠি গলু
ধন আছি সিনা মন নাই তাকে তুই জানি না পারিলু
গোটে দিনাো মিশা যগি দেলু নাহি কেড়ে কথা করি দেলু।
মুই গাঁ যাই করি আসলা বেলে কেন্তা পাছরি দেলু।
রে ননী ছিঃ ছিঃ ছিঃ