২৫ সেপ্টেম্বর বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২১ পালন

বাংলাদেশ_ডিপ্লোমা_ফার্মাসিস্ট_এসোসিয়েশন_কর্তৃক_’’বিশ্বফার্মাসিস্ট_দিবস’’ _২০২১_পালন
২৫ সেপ্টেম্বর ’’বিশ্ব ফার্মাসিস্ট দিবস’’ ২০২১ পালন

প্রতিবছরের ন্যায় এবারও বিশ্বব্যাপী বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশে ’বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ ২৫ সেপ্টেম্বর ঢাকাস্থ ঔষধ প্রশাসন অধিদপ্তর প্রাঙ্গণে ''বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশন'' বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলোচনা সভা,র‌্যালি,সেমিনার ও বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পালনের মাধ্যমে দিবসটি পালন করে।

র‌্যালি পূর্ব সমাবেশে বক্তারা বলেছেন, রাষ্ট্রিয় ঔষধ ব্যবস্থাপনাকে টেকসই ও নিরাপদ করতে হলে অবিলম্বে এবিষয়ে উচ্চ পর্যায়ে গুরুত্ব আরোপ করতে হবে।

বক্তারা বলেছেন, ঔষধের নকল ভেজাল প্রতিরোধ, গুণগতমান বজায় রাখা এবং সর্বস্তরে তদারকি নিশ্চিত করা সম্ভব না হলে টেকসই স্বাস্থ্যসেবার আকাঙ্ক্ষা অপূর্ণ থেকে যাবে, চরমভাবে ক্ষতির মুখে পতিত হবে দেশ ও জাতি।

ক্তারা অবিলম্বে জনগণের জন্য নিরাপদ ও সুলভ মূল্যে ঔষধের প্রাপ্তি নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে পর্যাপ্ত গ্রাজুয়েট ও ডিপ্লোমা ফার্মাসিস্ট নিয়োগসহ ঔষধ প্রশাসনের শীর্ষ পদে ফার্মাসিস্ট নিয়োগ, ঔষধের গায়ে "রেজিষ্টার্ড" ফার্মাসিস্টদের নিদের্শনা মোতাবেক সেব্য উল্লেখ করা, ফার্মাসিস্ট পরিদপ্তর গঠনসহ বিভিন্ন দাবী জানিয়েছেন।

সংগঠনের সভাপতি মাসুক হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও পলাশ দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন নাছির আহাম্মেদ রতন, মাহমুদুল হক লিটন, জহির উদ্দিন কাজল, মিজানুর রহমান, এস এম জসিম উদ্দিন প্রমূখ। পরবর্তীতে একটি বর্ণাঢ্য র‌্যালি মহাখালীস্থ স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা প্রদক্ষিণ করে। র‌্যালিটি উদ্ভোধন করেন ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজী, ঢাকার অধ্যক্ষ ও পরিচালক ডাঃ উম্মে আজিজ নাসিমা খন্দকার ।

২৫_সেপ্টেম্বর_বিশ্ব_ফার্মাসিস্ট_দিবস_২০২১_পালন

ফার্মাসিস্টদের আন্তর্জাতিক সংগঠন ফার্মাসিউটিক্যাল আন্তর্জাতিক ফেডারেশন (এফআইপি) এবারের দিবসে প্রতিপাদ্য নির্ধারণ করেছে Pharmacy: ’Always trusted for your health’। বাংলায় বলতে পারি, ‘ফার্মেসি: আপনার স্বাস্থ্যের প্রতি সর্বদা বিশ্বস্ত’। এখানে একজন রোগী বা গ্রাহকের বিশ্বস্ত বন্ধু হিসেবে ফার্মাসিস্ট পেশাকে অভিহিত করা হয়েছে।

প্রতিবছর ২৫ শে সেপ্টেম্বর বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপিত হয়। ফার্মাসিস্টরা দেশে বিদেশে মানসম্মত ওষুধ তৈরির মাধ্যমে স্বাস্থসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকে পালন করে যাচ্ছেন ফার্মেসি পেশার কর্মরতদের উৎসাহ প্রদান এবং এই পেশা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ২০১০ সাল থেকে সারাবিশ্বে এই দিবস পালিত হয়ে আসছে। সাধারণ মানুষকে এ মহান পেশা সম্পর্কে জানাতে এবং এ পেশার মানকে উচ্চ আসনে আসীন রাখতে সারাবিশ্বে এই দিবস পালিত হয়ে আসছে।

আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশনের উদ্যোগে ২০০৯ সালে অনুষ্ঠিত ইস্তাম্বুল সম্মেলনে ২৫ সেপ্টেম্বরকে বিশ্ব ফার্মাসিস্ট দিবস হিসেবে ঘোষণা করা হয়। ১৯১২ সালের এই দিনে নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশনের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়, এই কারণে দিবসটিকে বিশ্ব ফার্মাসিস্ট দিবস হিসেবে ঘোষণা করা হয়। ফার্মেসি পেশার কর্মরতদের উৎসাহ প্রদান এবং এই পেশা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ২০১০ সাল থেকে সারাবিশ্বে এই দিবস পালিত হয়ে আসছে। বাংলাদেশে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ ২০১৪ সালে প্রথমবারের মত এই দিবসটি পালন করে ।

বাংলাদেশ_ডিপ্লোমা_ফার্মাসিস্ট_এসোসিয়েশন_কর্তৃক_’’বিশ্বফার্মাসিস্ট_দিবস’’ _২০২১_পালন

বর্তমানে পুরো বিশ্ব কোভিড-১৯ মহামারিতে আক্রান্ত। স্বভাতই বিশ্ব স্বাস্থ্য আজ নতুন চ্যালেঞ্জের সম্মুখীন। তাই বিশ্ব স্বাস্থ্যের পরিবর্তিত হুমকির সঙ্গে সমন্বয় রেখেই নিউ নরমাল জীবনব্যবস্থা গ্রহণ করতে হয়েছে। স্কুল, কলেজ, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করাসহ অর্থনৈতিক ও সামাজিক জীবন নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। মহামারির এই দুঃসময়ে দেশের চিকিৎসক, নার্স, ফার্মাসিস্টরা নিজ নিজ কর্মক্ষেত্রে দক্ষতার সঙ্গে কাজ করে দেশের জনগণকে সেবা দিয়ে যাচ্ছেন। এর মধ্যে ফার্মাসিস্টরা ওষুধশিল্প চালু রেখে জনগণের দোরগোড়ায় ওষুধ পৌঁছে দিচ্ছেন। তাই পরিবর্তিত স্বাস্থ্যব্যবস্থায় নিরাপদ ওষুধ উৎপাদন, বিতরণ ও সুষ্ঠ ব্যবহার নিশ্চিতকরণে ফার্মাসিস্টদের অবদান অনস্বীকার্য।