সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

Public-private_school_admission_notification_2022
ছবিঃসংগৃহিত

সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি লটারি ২০২২: ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত লটারির ফলাফলের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তির নীতিমালা, বিজ্ঞপ্তি ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানুন। বিস্তারিত লিংক নিচে------

মাধ্যমিক সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি লটারি ২০২২:১ম থেকে ৯ম শ্রেণির ভর্তির নীতিমালা PDF (বিজ্ঞপ্তি)

সারাদেশের সরকারি-বেসরকারি স্কুলগুলোতে ভর্তির অনলাইন আবেদন শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর। ৮ ডিসেম্বর পর্যন্ত আবেদন কার্যক্রম চলবে। এবার স্কুলভর্তিতে সারাদেশে একত্রে কেন্দ্রীয়ভাবে লটারি আয়োজন করা হবে। টেলিটকের মাধ্যমে ভর্তি ফরম বিক্রি, লটারি ও ফল প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) ২০২২ সালের ১ম থেকে ৯ম শ্রেণির স্কুলভর্তি সংক্রান্ত এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় ঢাকা মহানগরের নির্বাচিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে এ বছর সরকারি-বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে ভর্তি ফরম বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমবারের মতো সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে উভয় স্তরের ভর্তি লটারি কেন্দ্রীয়ভাবে আয়োজন করা হবে। আগামী ২৫ নভেম্বর আবেদন শুরু হয়ে ৮ ডিসেম্বর পর্যন্ত চলবে। সরকারি স্কুলের ভর্তির লটারি ১৫ ডিসেম্বর ও বেসরকারি স্কুলের লটারি ১৯ ডিসেম্বর আয়োজন করা হবে।

জানা গেছে, সরকারি স্কুলের ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ১৮ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ভর্তি করানো হবে। অপেক্ষমাণ তালিকা থেকে ২৬ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ভর্তি করানো যাবে।

অন্যদিকে, 
বেসরকারি স্কুলের ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ২১ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি করানো হবে। অপেক্ষমাণ তালিকা অনুযায়ী ২৮ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা। 

এ বিষয়ে টেলিটকের সঙ্গে আলোচনা করে স্কুলভর্তির সময় নির্ধারণ করা হয়েছে বলেও জানা গেছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) আগামী বছরের স্কুলভর্তি সংক্রান্ত সভা হয়েছে। সেখানে ঢাকা মহানগরের সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত ছিলেন। ভর্তি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে ভর্তির নীতিমালা পাঠানো হলে মাউশি থেকে বিজ্ঞপ্তি জারির মাধ্যমে স্কুলভর্তি কার্যক্রম শুরু করা হবে।

জানা গেছে, ২০২২ সালের স্কুলভর্তির নীতিমালা চূড়ান্ত করতে গত ৩ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক করা হয়েছে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেনের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আগামী বছরের স্কুলভর্তি (১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত) লটারির মাধ্যমে করার সিদ্ধান্ত নেওয়া হয়। অনলাইনের মাধ্যমে আবেদন ফরম ক্রয় ও জমা দিতে হবে। ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। টেলিটকের মাধ্যমে লটারি কার্যক্রম পরিচালিত হবে।

এদিকে, করোনার কারণে আগামী বছরের ভর্তি ফরমের মূল্য কমানো হয়েছে। চলতি বছর প্রতিটি বেসরকারি স্কুলে ভর্তি ফরম ২০০ টাকা আর সরকারি স্কুলে ১৭০ টাকা ধার্য ছিল। আগামী বছর একসঙ্গে সর্বোচ্চ পাঁচটি স্কুলে আবেদন করতে পারবেন একজন শিক্ষার্থী। সেজন্য দিতে হবে ১১০ টাকা।

সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলের ১ম থেকে ৯ম শ্রেণির ভর্তি ফরম, নীতিমালা পিডিএফ (বিজ্ঞপ্তি)

এবার যেহেতু সকল শ্রেণিতে ভর্তিযোগ্য শিক্ষার্থী লটারির মাধ্যমে নির্বাচন করা হবে, তাই কোন শিক্ষার্থীকে ভর্তির জন্য কোন পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে না।

সরকারি স্কুলে ভর্তির জন্য বিগত বছরের ন্যায় এবারও শিক্ষার্থীদের কেবলমাত্র অনলাইনে আবেদন করে ভাগ্যের উপর নির্ভর করতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থীর সঠিক তথ্য দিয়ে অনলাইনে আবেদন করে লটারির ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।

সবশেষ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ১৬ নভেম্বর তারিখে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি প্রক্রিয়ার চুড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে।


সরকারি মাধ্যমিক স্কুল অনলাইনে ভর্তির নিয়মাবলী

স্কুলের অনলাইনে ভর্তি আবেদন ২৫ নভেম্বর সকাল ১১:০০ টা থেকে শুরু হবে।
ভর্তির অনলাইন আবেদন চলবে ৮ ডিসেম্বর ২০২১‌ খ্রি. তারিখ বিকাল ৫:০০ টা পর্যন্ত।
সরকারি স্কুলের ভর্তির লটারি ১৫ ডিসেম্বর ২০২১ খ্রি. তারিখে অনুষ্ঠিত হবে।
স্কুল ভর্তির অনলাইন আবেদন গ্রহণ ও ভর্তির যাবতীয় কার্যক্রম সম্পন্ন করবে টেলিটক কর্তৃপক্ষ।
অনলাইনে আবেদনের ঠিকানা: http://gsa.teletalk.com.bd
আবেদন ফি: ১১০/= (এক শত দশ) টাকা। এই ফি পরিশোধ করে একসঙ্গে পাঁচ প্রতিষ্ঠানে আবেদন করা যাবে।
আবেদন সাবমিট করার পর আবেদন ফি পরিশোধ করা যাবে ৮ ডিসেম্বর রাত ১২:০০ টা পর্যন্ত।

বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তি
বিজ্ঞপ্তি


বেসরকারি মাধ্যমিক স্কুল অনলাইনে ভর্তির নিয়মাবলী

বেসরকারি স্কুলের অনলাইন আবেদন গ্রহণ শুরু হবে ২৫ নভেম্বর সকাল ১১:০০ হতে।
আবেদন গ্রহণ করা হবে ৮ ডিসেম্বর ২০২১ খ্রি. তারিখ বিকাল ৫:০০ টা পর্যন্ত।
অনলাইনে ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর ২০২১ খ্রি. তারিখে।
আবেদনের ঠিকানা: http://gsa.teletalk.com.bd
আবেদন ফি: ১১০/= (এক শত দশ) টাকা। এই ফি পরিশোধ করে একসঙ্গে পাঁচ প্রতিষ্ঠানে আবেদন করা যাবে।
আবেদন সাবমিট করার পর আবেদন ফি পরিশোধ করা যাবে ৮ ডিসেম্বর রাত ১২:০০ টা পর্যন্ত।


২০২২ শিক্ষাবর্ষে বেসরকারি মাধ্যমিক স্কুলে ভর্তি আবেদন করার আগে আবেদনের নিয়মাবলী সম্পর্কীত বিজ্ঞপ্তিটি পড়ুন। কোন বিষয়ে বুঝতে না পারলে আমাদের লিখে জানান।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে ২০২২ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি (সংশোধিত)
২০২২ শিক্ষাবর্ষে মহানগর ও জেলা পর্যায়ে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি (সংশোধিত)
সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে ২০২২ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি (সংশোধিত) ২০২২ শিক্ষাবর্ষে মহানগর ও জেলা পর্যায়ে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি (সংশোধিত)

সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে ২০২২ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি (সংশোধিত) ২০২২ শিক্ষাবর্ষে মহানগর ও জেলা পর্যায়ে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি (সংশোধিত)



এ বিষয়ে আপডেট তথ্য পেতে প্রতিবেদনটিতে যুক্ত থাকুন।