আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের পিচ কিউরেটরের রহস্যজনক মৃত্যু

আফগানিস্তান-নিউজিল্যান্ড-ম্যাচের-পিচ-কিউরেটরের-রহস্যজনক-মৃত্যু

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড বনাম আফগানিস্তানের ম্যাচের পিচ যিনি তৈরি করেছেন সেই মোহন সিংয়ের রহস্যনজক মৃত্যু হয়েছে। রোববার (৭ নভেম্বর) তার মরদেহ উদ্ধার করা হয়েছে। অনেকে বলছেন তিনি আত্মহত্যা করেছেন।

নিউজিল্যান্ড ও আফগানিস্তান রোববার (৭ নভেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে একে অপরের বিপক্ষে মাঠে নেমেছে। এই ম্যাচের পিচ তৈরি করেছিলেন মোহন সিং। নিউজিল্যান্ড-আফগানিস্তানের এ ম্যাচের ওপরই নির্ভর করছে ভারতের সেমিফাইনালের ভাগ্য। তাই মোহনের মৃত্যুতে শঙ্কা উঠে আসছে ভিন্ন আঙ্গিকে।

নিউ জিল্যান্ড জিতলে তারাই শেষ চারে উঠবে। বাদ পড়বে ভারত ও আফগানিস্তান। তবে আফগানরা জিতলে জোর সম্ভাবনা জাগবে ভারতের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিতে অনেক পিছিযে থাকা নামিবিয়া।

সোমবার হতে যাওয়া এই ম্যাচে ভারত জিতলে তাদের সঙ্গে নিউ জিল্যান্ড ও আফগানিস্তানের পয়েন্ট হবে সমান ৬ করে। সেখানে বিবেচনায় আসবে নেট রানরেট, তাতে অনেক এগিয়ে বিরাট কোহলির দল।

গ্রুপ পর্বে ভারত-আফগানিস্তান ম্যাচের পিচও তৈরি করেছিলেন মোহন সিং। শুধু নিউজিল্যান্ড বনাম আফগানিস্তানের ম্যাচেরই না, মোহন সিং পিচ বানিয়েছেন এই স্টেডিয়ামের প্রায় সবকটি ম্যাচেরই।

বিশ্বকাপের অন্যতম ভেন্যু আবুধাবি স্টেডিয়ামের কিউরেটর মোহনের জন্মস্থান ভারতে৷ তার মৃত্যুর ঘটনায় ইতোমধ্যেই স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে। 

২০০৪ সালে আবুধাবিতে এসেছিলেন মোহন। এরপর প্রশিক্ষণ নিয়ে তিনি কিউরেটর বনে যান। এর আগে তিনি ১৯৯৬ সাল থেকে পাঞ্জাব ক্রিকেট অ্যাকাডেমির কিউরেটরের দায়িত্ব পালন করেছিলেন।