Type Here to Get Search Results !

৮০%-এর বেশি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নিচে ৬টি গুরুত্বপূর্ণ Tense

RB-RR

৮০%-এর বেশি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নিচে ৬টি গুরুত্বপূর্ণ Tens

দৈনিক কথোপকথনের ৮০%-এর বেশি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নিচে ৬টি গুরুত্বপূর্ণ Tense-এর ওপর ভিত্তি করে প্রায় ৭০টি ব্যবহারিক বাংলা বাক্য এবং সেগুলোর ইংরেজি অনুবাদ দেওয়া হলো।

এই বাক্যগুলো বিভিন্ন পরিস্থিতিতে কথা বলার জন্য যথেষ্ট কাজে দেবে।


১. Present Indefinite Tense (সাধারণ বর্তমান)

(দৈনিক অভ্যাস, সত্য ঘটনা, বা সাধারণ তথ্য প্রকাশের জন্য)

Sl.বাংলা বাক্য (Bengali)ইংরেজি অনুবাদ (English)
আমি প্রতিদিন অফিসে যাই।I go to the office every day.
তুমি কি ইংরেজি বলো?Do you speak English?
সে সাধারণত মিথ্যা কথা বলে না।He usually doesn't lie.
আমরা ঢাকাতে থাকি।We live in Dhaka.
সূর্য পূর্ব দিকে ওঠে।The sun rises in the east.
তারা এই উত্তরটি জানে না।They don't know this answer.
সভাটি কখন শুরু হয়?What time does the meeting start?
আমি কফি পান করি না।I don't drink coffee.
শিশুরা স্কুলে যায়।Children go to school.
১০আপনি কি আমাকে চেনেন?Do you know me?
১১সে তার হোমওয়ার্ক করে।She does her homework.

২. Past Indefinite Tense (সাধারণ অতীত)

(অতীতে ঘটে যাওয়া ও শেষ হয়ে যাওয়া কোনো কাজ বা ঘটনার জন্য)

Sl.বাংলা বাক্য (Bengali)ইংরেজি অনুবাদ (English)
আমি গতকাল আমার কাজ শেষ করেছি।I finished my work yesterday.
তুমি কি গত রাতে আমাকে ফোন করেছিলে?Did you call me last night?
তারা সিনেমাটি দেখেনি।They didn't see the movie.
সে গতকাল রাতে দেরিতে বাড়ি এসেছিল।He came home late last night.
আমরা গত সপ্তাহে জাদুঘরে গিয়েছিলাম।We visited the museum last week.
সে আমাকে সত্যিটা বলেনি।She didn't tell me the truth.
তুমি ছুটিতে কোথায় গিয়েছিলে?Where did you go on vacation?
আমি তাকে একটি চিঠি লিখেছিলাম।I wrote him a letter.
কেন তুমি মিটিং-এ আসোনি?Why didn't you come to the meeting?
১০তারা কাজটি সুন্দরভাবে করেছিল।They did the job nicely.
১১আমরা কি সেখানে অপেক্ষা করেছিলাম?Did we wait there?

৩. Future Indefinite Tense (সাধারণ ভবিষ্যৎ)

(ভবিষ্যতে ঘটবে এমন কাজের জন্য)

Sl.বাংলা বাক্য (Bengali)ইংরেজি অনুবাদ (English)
আমি তোমার সাথে কাল দেখা করবো।I will meet you tomorrow.
তারা পার্টিতে যোগ দেবে না।They will not attend the party.
তুমি কি দলটি-তে যোগ দেবে?Will you join the team?
আমরা আগামী মাসে প্রকল্পটি শুরু করব।We will start the project next month.
আমি তোমার সাহায্য ভুলবো না।I won't forget your help.
ফলাফল কখন প্রকাশিত হবে?When will the result be published?
সে নিশ্চিতভাবে আমাদের সাথে একমত হবে।He will definitely agree with us.
আমি কি তোমাকে সাহায্য করতে পারব?Shall I help you?
তারা কোথায় যাবে?Where will they go?
১০আমরা কালকে কেনাকাটা করতে যাব না।We won't go shopping tomorrow.
১১আমি আগামীকাল ভ্রমণ করবো।I will travel tomorrow.

৪. Present Continuous Tense (ঘটমান বর্তমান)

(এই মুহূর্তে বা অল্প সময়ের জন্য চলছে এমন কাজের জন্য)

Sl.বাংলা বাক্য (Bengali)ইংরেজি অনুবাদ (English)
আমি এখন পড়ছি।I am studying right now.
সে ফোনে কথা বলছে।She is talking on the phone.
তুমি কি গান শুনছো?Are you listening to music?
তারা টিভি দেখছে না।They are not watching TV.
তুমি কী রান্না করছো?What are you cooking?
শিশুরা বাইরে খেলছে।The children are playing outside.
সে কেন হাসছে?Why is he laughing?
আমরা নতুন একটি বই লিখছি।We are writing a new book.
আমার শরীর ভালো লাগছে না।I am not feeling well.
১০বৃষ্টি হচ্ছে।It is raining.
১১তুমি কি অপেক্ষা করছো?Are you waiting?

৫. Past Continuous Tense (ঘটমান অতীত)

(অতীতে কোনো নির্দিষ্ট সময় ধরে চলছিল এমন কাজের জন্য)

Sl.বাংলা বাক্য (Bengali)ইংরেজি অনুবাদ (English)
সে ফোন করার সময় আমি বই পড়ছিলাম।I was reading a book when he called.
তারা একটি ম্যাচ দেখছিল।They were watching a match.
সে আমার জন্য অপেক্ষা করছিল না।She was not waiting for me.
তুমি কি রাত দশটায় ঘুমাচ্ছিলে?Were you sleeping at 10 PM?
আমরা পরিকল্পনা নিয়ে আলোচনা করছিলাম।We were discussing the plan.
গত সন্ধ্যায় তুমি কী করছিলে?What were you doing yesterday evening?
শিক্ষকরা ক্লাসে পড়ানো বন্ধ রাখছিলেন।The teachers were stopping teaching in the class.
বাতাস জোরে বইছিল।The wind was blowing hard.
তারা কি চিৎকার করছিল?Were they shouting?
১০আমি তাকে খুঁজছিলাম না।I was not looking for him.
১১কেন তুমি কাঁদছিলে?Why were you crying?

৬. Present Perfect Tense (পুরাঘটিত বর্তমান)

(এইমাত্র শেষ হয়েছে বা অতীতে শেষ হলেও ফল এখনো বর্তমান)

Sl.বাংলা বাক্য (Bengali)ইংরেজি অনুবাদ (English)
আমি আমার রাতের খাবার শেষ করেছি।I have finished my dinner.
তুমি কি কখনও কক্সবাজার গিয়েছো?Have you ever been to Cox's Bazar?
সে এখনো এই সিনেমাটি দেখেনি।She has not seen this movie yet.
তারা এইমাত্র এসে পৌঁছেছে।They have just arrived.
আমরা রিপোর্টটি সম্পূর্ণ করেছি।We have completed the report.
সে আমাকে এখনো ফোন করেনি।He hasn't called me back.
আমার কলমটি কে নিয়েছে?Who has taken my pen?
তুমি কি তোমার কাজ জমা দিয়েছো?Have you submitted your work?
তারা কি প্রকল্পটি শুরু করেনি?Haven't they started the project?
১০আমি তার নামটি ভুলে গেছি।I have forgotten his name.
১১কেন তুমি এত দেরি করেছো?Why have you been so late?

রোদেলা বিকেল 24 | অনলাইন সংবাদপত্র (পত্রিকা)

সর্বশেষ সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, রাজনীতি ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন।