অমিক্রনে যুক্তরাজ্যে ১২ জনের মৃত্যু

Amicron-kills-12-in-UK

করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে এখন পর্যন্ত ১২ জন মারা গেছেন। আজ সোমবার দেশটির উপপ্রধানমন্ত্রী ডমিনিক রাব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও বলেছেন, বড়দিনের আগে সামাজিক বিধিনিষেধ কঠোর করার কোনো চিন্তা আপাতত নেই সরকারের।

করোনাভাইরাসে রেকর্ডসংখ্যক ব্যক্তির আক্রান্ত হওয়ার সম্প্রতি যুক্তরাজ্যে ঘটনা ঘটছে। আগামী দিনে এ ভাইরাসের নতুন আরেক ঢেউ আসতে পারে বলে সতর্ক করে দিয়েছেন দেশটির মন্ত্রিসভার সদস্য ও সরকারি কর্মকর্তারা।

দক্ষিণ আফ্রিকায় গত মাসে প্রথম অমিক্রন শনাক্ত হয়। এরপর দ্রুতগতিতে করোনার নতুন এ ধরন ছড়িয়ে পড়ছে। এখন পর্যন্ত বিশ্বের ৮৯টি দেশে অমিক্রন শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। অমিক্রন সম্পর্কে যতটুকু তথ্য পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে, এটি দ্রুত সংক্রমণশীল। তবে এতে আক্রান্ত ব্যক্তির গুরুতর অসুস্থ হওয়ার বিষয়টি এখনো স্পষ্ট নয়।

ডমিনিক রাব বলেছেন, তাঁর দেশে অমিক্রনে আক্রান্তদের মধ্যে বর্তমানে ১০৪ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর আগে গত সপ্তাহে যুক্তরাজ্যের কর্মকর্তারা সতর্ক করে বলেছিলেন, অমিক্রন দ্রুত ছড়িয়ে পড়তে থাকায় হাসপাতালে ভর্তি মানুষের সংখ্যা বেড়ে যেতে পারে।

সংক্রমণ বাড়তে থাকায় বড়দিনের আগে করোনা নিয়ে নতুন কোনো বিধিনিষেধ আরোপ করা হবে কি না, এমন প্রশ্ন করা হলে টাইমস রেডিওকে ডমিনিক রাব বলেন, ‘এ বিষয়ে তড়িঘড়ি করে কোনো কঠিন সিদ্ধান্ত গ্রহণের নিশ্চয়তা দিতে পারছি না। পরিস্থিতি মূল্যায়নে আমরা প্রকৃত তথ্যের ওপর নির্ভর করছি।’

কার্যকর মডার্নার বুস্টার ডোজ 
দ্রুত সংক্রমণশীল অমিক্রনের বিরুদ্ধে সুরক্ষা দিতে মডার্নার করোনা টিকার বুস্টার ডোজ দৃশ্যত কার্যকর বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। ল্যাবরেটরি পরীক্ষায় এটি প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে তারা। প্রতিষ্ঠানটি বলেছে, বাজারে তাদের যে টিকা বিদ্যমান রয়েছে, তা দিয়েই অমিক্রনের বিরুদ্ধে প্রথম ধাপের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব বলে মনে করছে তারা।

প্রতিষ্ঠানটি আরও বলেছে, নতুন শনাক্ত হওয়া অমিক্রন ধরনের বিরুদ্ধে বাজারে প্রচলিত তাদের টিকা (এমআরএনএ-১২৭৩) কতটুকু কার্যকর, সে বিষয়ে গভীরভাবে নজর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। অমিক্রনের সংক্রমণ প্রতিরোধে যথেষ্ট কার্যকর, এমন টিকা উৎপাদনের পরিকল্পনা করছে মডার্না। তাদের আশা, আগামী বছরের শুরুতে এমন টিকার ক্লিনিক্যাল ট্রায়াল করা যাবে।

মডার্নার প্রধান চিকিৎসা কর্মকর্তা পল বারটন বলেন, ‘বর্তমানে আমাদের যে টিকা আছে সেটি খুবই কার্যকর ও নিরাপদ। আমি মনে করি, আসছে বড়দিনের ছুটি ও আগামী শীত মৌসুমে এটি মানুষকে সংক্রমণের বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম হবে।’
মডার্নার দাবি, তাদের দুই ডোজ টিকা অমিক্রনের বিরুদ্ধে শরীরে অ্যান্টিবডি তৈরিতে যতটুকু ভূমিকা রাখে, তার চেয়ে ৫০ মাইক্রোগ্রামের বুস্টার ডোজ বেশি ভূমিকা রাখে। অন্যদিকে ১০০ মাইক্রোগ্রামের বুস্টার ডোজ প্রথম দুই ডোজের তুলনায় ৮০ গুণ বেশি কাজ করে।

হতাশা পাশাপাশি, আছে আশার খবরও
গার্ডিয়ান-এর এক বিশ্লেষণে বলা হয়েছে, অমিক্রনের তীব্রতা নিয়ে সামান্য হলেও আশাবাদী হওয়ার মতো কারণ আছে। বিভিন্ন পরীক্ষাগারে পাওয়া তথ্য, দক্ষিণ আফ্রিকার পরিস্থিতি পর্যালোচনা ও ভাইরাস–প্রতিরোধী বিভিন্ন ওষুধ নিয়ে আশাপ্রদ খবর মিলছে। তবে আশাবাদী হলেও সতর্ক থাকার বিকল্প দেখছেন না বিজ্ঞানীরা। তাঁরা বলেন, ‘অমিক্রন ধরন মোকাবিলায় একেবারে সূচনাপর্বে আছি আমরা।’