যে যতটা দেখায় সুখি
আসলে সে তেমন নয়,
দুখের সাগরে ভেসে ভেসেই
করছে সুখের অভিনয়।
যে যতটা দেখায় ভাল
আসলে সে তেমন নয়,
ভাল মানুষের আড়ালে কিন্তু
কুৎসিত এক চেহারা রয়।
যে যতটা দেখায় দাতা
আসলে সে তেমন নয়,
যতটা সে দান করে দেয়
তারও বেশি কাড়িয়া লয়।
যে যতটা দেখায় মানবিক
আসলে সে তেমন নয়,
দানবরা সব মানবিক হবে
এই কথাটাও বিশ্বাস হয়?
যে যতটা দেখায় সেবী
আসলে সে তেমন নয়,
অত্যাচারী মন দিয়ে কি আর
তেমন কোন সেবা হয়?
যে যতটা দেখায় প্রেমী
আসলে সে তেমন নয়,
তুমুল প্রেমের মাঝেও এক
নীরব কোন প্রহসন রয়।
যে যতটা দেখায় নি:স্বার্থ
আসলে সে তেমন নয়,
সবই কেমন স্বার্থ কেন্দ্রিক
স্বার্থ ছাড়া কেউ হয়?
যে যতটা দেখায় হাসি
আসলে সে তেমন নয়,
প্রতিটি হাসির আড়ালে তারও
চোখ ভাসানো কান্না রয়।
যে যতটা দেখায় তোমায়
কখনই তা আসল নয়,
মিথ্যে ধরার সবই আসলে
মুখোশ পরা অভিনয়।
লেখকঃ
ডাঃ মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী
সিভিল সার্জন
বাংলাদেশ সচিবালয় ক্লিনিক
বাংলাদেশ সচিবালয়।
একটি মন্তব্য পোস্ট করুন