Type Here to Get Search Results !

পুতিনের ভবিষ্য কী? সেই বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী শুনেই চমকে যাচ্ছে বিশ্ব!

RB-RR
Vladimir_Putin_and_Baba_Vanga

বুলগেরিয়ার অন্ধ সাধিকা ভাঙ্গেলিয়া পানডেভা গুশতেরোভাকে মনে আছে? না থাকাই স্বাভাবিক। কিন্তু যদি বলা হয় বাবা ভাঙ্গাকে চেনেন? অনেকেই বলবেন, হ্যাঁ চিনি। আমেরিকার ৯/১১-র ঘটনার পূর্বাভাসও দিয়ে গিয়েছিলেন তিনি। তাও বহু বছর আগে। সেই ঘটনার পর থেকে অনেকেই তাঁর বলে যাওয়া কথাগুলি বিশ্বাস করতে শুরু করেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War) শুরু হয়েছে 
২৪ ফেব্রয়ারি থেকে। যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই একাধিকবার আলোচনার পরও। আর রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)কে সেই কারণেই কাঠগড়ায় তুলেছেন বিশ্বের একটা বড় অংশ। তাঁদের মতে, পুতিনের আগ্রাসী নীতি ও ক্ষমতার দম্ভের কারণেই চলছে এই যুদ্ধ।

পুতিন যখন ভিলেনের তকমা পাচ্ছেন, ঠিক সেই সময়ই তাঁকে নিয়ে সামনে এল এক আশ্চর্য ভবিষ্যদ্বাণী। আর সেই ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন সেই ভাঙ্গা বাবা। আজ পর্যন্ত তাঁর কোন ভবিষ্যদ্বাণী ভুল বলে প্রমাণিত হয়নি। এমনকী রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যে অনিবার্য সে কথাও যুদ্ধ শুরুর বহু বছর আগেই তিনি বলে গিয়েছেন।

১৯৯৬ সালে মারা গিয়েছেন বাবা ভাঙ্গা। তার আগেই তিনি বলে গিয়েছিলেন, একদিন পৃথিবীর শাসক হবেন ভ্লাদিমির পুতিন। পুতিনের জীবনীকার ভ্যালেনতিন সিদোরভ জানিয়েছেন, ১৯৭৯ সালে তাঁর সঙ্গে ভাঙ্গা বাবার দেখা হয়েছিল। ভাঙ্গা নাকি তখন তাঁকে বলেছিলেন, ‘সব কিছু গলে জল হয়ে যাবে। শুধু রাশিয়া টিকে থাকবে। আর টিকে থাকবে পুতিনের গরিমা। কেউ আটকাতে পারবে না রাশিয়াকে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী দিনে ‘বিশ্বের ভগবান’ হিসেবে উঠে আসবেন।’

১৯৮৯ সালে ভাঙ্গা পূর্বাভাস দিয়েছিলেন ৯/১১-র ঘটনার। বলেছিলেন, আমেরিকার বুকে ছিটকে পড়বে ধাতব পাখি। ধ্বংস হয়ে যাবে বিরাট ইমারত। পরে সেই পূর্বাভাসও সত্যি হয়। তার পর থেকেই মানুষ ভাঙ্গার ভবিষ্যদ্বাণীর উপর বিশ্বাস করতে শুরু করেন।

রোদেলা বিকেল 24 | অনলাইন সংবাদপত্র (পত্রিকা)

সর্বশেষ সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, রাজনীতি ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন।