মাশরাফি বিপিএলের জন‍্য ফিট নন

মাশরাফি বিপিএলের জন‍্য ফিট নন

মাত্র দুই দিন বাকি বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) শুরু হতে। প্রস্তুতিতে ব্যস্ত শেষ মুহূর্তে দলগুলো। প্রথম ম্যাচ থেকে খেলবেন, দেশি খেলোয়াড়েরা তো বটেই, এমন অধিকাংশ বিদেশিও এরই মধ্যে ঢাকায় পৌঁছে অনুশীলন শুরু করে দিয়েছেন। কিন্তু সিলেট স্ট্রাইকার্স দলের অনুশীলনে নেই মাশরাফি বিন মুর্তজা।

সাবেক অধিনায়কের অনুশীলনে না থাকা নিয়ে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেল, বিপিএল খেলার মতো ফিট নন মাশরাফি। তবে সিলেট স্ট্রাইকার্স এখনই তাঁকে নিয়ে আশা ছাড়ছে না। মাশরাফি খেলার জন্য নিজেকে ফিট মনে করলে দল বিবেচনা করবে বলে জানিয়েছেন সিলেট কোচ মাহমুদ ইমন।

সোমবার শুরু হতে যাওয়া একাদশ বিপিএলে সিলেটের প্রথম ম্যাচ ৩১ ডিসেম্বর। আজ মিরপুরে দলটির অনুশীলনের পর কোচ ইমন সংবাদমাধ্যমের মুখোমুখি হলে তাঁকে মাশরাফির অনুপস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। সিলেট কোচ মাশরাফির স্কোয়াডে থাকার কথা জানিয়ে বলেন, ‘স্কোয়াডে এখনো আছে। কারণ, এই দলের ওতপ্রোত অংশ হচ্ছে মাশরাফি। পরিস্থিতির ওপর নির্ভর করছে, ও কেমন অনুভব করছে, ফিটনেসের অবস্থা কী? ও যদি খেলার পর্যায়ে থাকে বা পরিস্থিতি যদি ভালো থাকে, তাহলে অবশ্যই খেলবে।’

মাশরাফি সর্বশেষ মাঠে নেমেছিলেন এ বছরের এপ্রিলে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে এরপর আর জনসমক্ষে দেখা যায়নি তাঁকে। একাদশ ও দ্বাদশ সংসদে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ছিলেন তিনি। সংসদ সদস্য থাকা অবস্থায়ই জাতীয় দল, ঘরোয়া ক্রিকেট ও বিপিএল চালিয়ে গেছেন।

আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর মাশরাফিকে প্রকাশ্যে দেখা না গেলেও অক্টোবরে বিপিএল প্লেয়ার্স ড্রাফট থেকে তাঁকে দলে ভেড়ায় সিলেট স্ট্রাইকার্স। বিপিএলের সর্বশেষ দুই আসরে এই ফ্র্যাঞ্চাইজিতে ছিলেন তিনি। ড্রাফটের সময়ও মাশরাফিকে নিয়ে সিলেট আশাবাদী হলেও এখন পাওয়া যাচ্ছে ভিন্ন ইঙ্গিত। মাশরাফির খেলার সম্ভাবনা নিয়ে জিজ্ঞাসা করা হলে কোচ ইমনের বক্তব্য
--‘কথাবার্তা চলছে। কিন্তু পরিস্থিতির ওপর নির্ভর করছে।’

Share this:

একটি মন্তব্য পোস্ট করুন

 
স্বত্ব © ২০২৫ রোদেলা বিকেল 24 | অনলাইন সংবাদপত্র (পত্রিকা). যোগাযোগ রোদেলা বিকেল 24