ফিলিস্তিনের গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি আলোচনা ঘিরে অনিশ্চয়তা

ফিলিস্তিনের গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি আলোচনা ঘিরে অনিশ্চয়তা

গাজায় প্রথম ধাপের ৪২ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ১৬তম দিনের আগেই দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা। সে অনুযায়ী আগামীকাল সোমবার এ আলোচনা শুরু হওয়ার কথা। কিন্তু ইসরায়েলের প্রতিনিধিদল পাঠানো নিয়ে অস্পষ্টতার কারণে এ আলোচনা ঘিরে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

এদিকে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশি সরকারপ্রধান হিসেবে হোয়াইট হাউস যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আজ তিনি ওয়াশিংটনের উদ্দেশে রওনা হন। বিশ্লেষকদের ধারণা, ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন নেতানিয়াহু।

আজ দোহায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল-থানি যৌথ সংবাদ সম্মেলন করেন। কাতার যুদ্ধবিরতি আলোচনার অন্যতম মধ্যস্থতাকারী দেশ।

শেখ মোহাম্মদ বলেন, গাজার দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে কখন আলোচনা শুরু হবে, তা নিয়ে কোনো স্পষ্ট পরিকল্পনা নেই। তিনি বলেন, আলোচনার প্রস্তুতির অংশ হিসেবে ইসরায়েল ও হামাসের সঙ্গে যোগাযোগ করছে কাতার। ‘আগামী কয়েক দিনের মধ্যে’ কিছুটা অগ্রগতি দৃশ্যমান হতে পারে।

দীর্ঘ ১৫ মাস হামাস-ইসরায়েল যুদ্ধ চলার পর গত ১৯ জানুয়ারি গাজায় প্রথম ধাপে ৪২ দিনের যুদ্ধবিরতি শুরু হয় হয়। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ইতিমধ্যে ইসরায়েল ও হামাস চার ধাপে বন্দী বিনিময় করেছে। এ সময়ের মধ্যে ১৮ জিম্মি ও কয়েক শ ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন। শর্ত অনুযায়ী, তিন ধাপে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা। এ সময়ের মধ্যে সব জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দেবে হামাস আর গাজা থেকে সেনা প্রত্যাহার করে নেবে ইসরায়েল।

ইসরায়েলের স্থানীয় একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে কাতারে প্রতিনিধিদল পাঠাতে বিলম্ব করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। জ্যেষ্ঠ একটি ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে বলা হয়, ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আলোচনার জন্য প্রতিনিধিদল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন নেতানিয়াহু।

গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া, অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বার ও অন্য জ্যেষ্ঠ আলোচকদের সঙ্গে বৈঠক বাতিল করেছেন নেতানিয়াহু। তাঁদের বৈঠক পিছিয়ে দেওয়ার বিষয়টি নিজের সামরিক সচিব রোমান গফমেনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন তিনি।

এদিকে টাইমস অব ইসরায়েল–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের আলোচক দলের প্রধান হিসেবে কৌশলগত বিষয়–সম্পর্কিত মন্ত্রী রন দেরমারকে নিয়োগ দেওয়ার চিন্তাভাবনা করছেন নেতানিয়াহু। তাঁর মতে, এই ধাপের আলোচনা নিরাপত্তার চেয়ে বেশি কূটনৈতিক বিষয়–সম্পর্কিত।


নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে 
আজ ওয়াশিংটনের উদ্দেশে রওনা হন নেতানিয়াহু। উড়োজাহাজে ওঠার আগে তিনি বলেন, তাঁরা দুজন হামাসের বিরুদ্ধে বিজয়, সব জিম্মিকে মুক্ত করে আনা এবং ইরানের সন্ত্রাসী অক্ষ মোকাবিলা নিয়ে আলোচনা করবেন।

নিজের প্রথম মেয়াদে ট্রাম্প বলেছিলেন, এর আগে হোয়াইট হাউসে এত ভালো বন্ধু কখনো পায়নি ইসরায়েল। এই মেয়াদেও তিনি সম্পর্কের একই ধারা বজায় রাখবেন বলে মনে করা হচ্ছে।

ট্রাম্পের অভিষেকের পর প্রথম কোনো নেতা হিসেবে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন জানিয়ে নেতানিয়াহু আরও বলেন, বিষয়টিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মৈত্রী শক্তির স্মারক হিসেবে দেখছেন তিনি।

এদিকে যুদ্ধবিরতি নিয়ে শনিবার টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রর প্রেসিডেন্ট ট্রাম্প ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। দুই নেতা গাজা যুদ্ধবিরতি জোরদারের বিষয়ে একমত হন। মিসরের প্রেসিডেন্টের দপ্তর এ কথা জানিয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, গাজা থেকে জিম্মিদের মুক্ত করতে মিসরের ভূমিকার গুরুত্ব নিয়ে দুই নেতা কথা বলেছেন। ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে পারবেন বলে নিজের আত্মবিশ্বাসের কথাও জানিয়েছেন সিসি।

৫ ফিলিস্তিনি নিহত পশ্চিম তীরে 
দখলকৃত পশ্চিম তীরের জেনিনে বড় ধরনের সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। শনিবার পৃথক হামলায় সেখানে পাঁচ ফিলিস্তিনি নিহত হন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, জেনিনের পূর্ব উপকণ্ঠে ইসরায়েলের বিমান হামলায় আহমদ আল-সাদি নামের ১৬ বছর বয়সী এক কিশোর নিহত হয়। আহত হয়েছেন দুজন। এ ছাড়া কাবাতিয়া শহরের কাছে দুজন আর মধ্য জেনিনে দুজন নিহত হয়েছেন।

এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে লেখা এক চিঠিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, গাজা পুনর্গঠনে বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে কাজ করতে তিনি অঙ্গীকারবদ্ধ। ফিলিস্তিনিদের তাঁদের ভূখণ্ড থেকে সরিয়ে দেওয়ার বিরুদ্ধে তাঁর দৃঢ় অবস্থানের জন্য জাতিসংঘ মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

Share this:

একটি মন্তব্য পোস্ট করুন

 
স্বত্ব © ২০২৫ রোদেলা বিকেল 24 | অনলাইন সংবাদপত্র (পত্রিকা). যোগাযোগ রোদেলা বিকেল 24