![আসো-মানুষ-হই-মানুষ-মুসলিম-হিন্দু-খ্রিস্টান-বৌদ্ধ । আসো-মানুষ-হই-মানুষ-মুসলিম-হিন্দু-খ্রিস্টান-বৌদ্ধ ।](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9EOp-tkw8FE7hNAJao2WN7eKZQU8XkuVNZkILwBIjieiVG_8l9YpGoZAro6WrUftw0SV084xQiEJiaKEVKwo9RYEzZ0h2YGrbYC3p610phn_bYjCDjk7_H0du_wu9bfKpC0uchlu3HM12/w640-h360-rw/%25E0%25A6%2586%25E0%25A6%25B8%25E0%25A7%258B-%25E0%25A6%25AE%25E0%25A6%25BE%25E0%25A6%25A8%25E0%25A7%2581%25E0%25A6%25B7-%25E0%25A6%25B9%25E0%25A6%2587-%25E0%25A6%25AE%25E0%25A6%25BE%25E0%25A6%25A8%25E0%25A7%2581%25E0%25A6%25B7-%25E0%25A6%25AE%25E0%25A7%2581%25E0%25A6%25B8%25E0%25A6%25B2%25E0%25A6%25BF%25E0%25A6%25AE-%25E0%25A6%25B9%25E0%25A6%25BF%25E0%25A6%25A8%25E0%25A7%258D%25E0%25A6%25A6%25E0%25A7%2581-%25E0%25A6%2596%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A6%25BF%25E0%25A6%25B8%25E0%25A7%258D%25E0%25A6%259F%25E0%25A6%25BE%25E0%25A6%25A8-%25E0%25A6%25AC%25E0%25A7%258C%25E0%25A6%25A6%25E0%25A7%258D%25E0%25A6%25A7.jpg)
অনলাইন থেকে সংগৃহিত
আসো মানুষ হই
![আসো-মানুষ-হই-মানুষ-মুসলিম-হিন্দু-খ্রিস্টান-বৌদ্ধ । আসো-মানুষ-হই-মানুষ-মুসলিম-হিন্দু-খ্রিস্টান-বৌদ্ধ ।](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9EOp-tkw8FE7hNAJao2WN7eKZQU8XkuVNZkILwBIjieiVG_8l9YpGoZAro6WrUftw0SV084xQiEJiaKEVKwo9RYEzZ0h2YGrbYC3p610phn_bYjCDjk7_H0du_wu9bfKpC0uchlu3HM12/w640-h360-rw/%25E0%25A6%2586%25E0%25A6%25B8%25E0%25A7%258B-%25E0%25A6%25AE%25E0%25A6%25BE%25E0%25A6%25A8%25E0%25A7%2581%25E0%25A6%25B7-%25E0%25A6%25B9%25E0%25A6%2587-%25E0%25A6%25AE%25E0%25A6%25BE%25E0%25A6%25A8%25E0%25A7%2581%25E0%25A6%25B7-%25E0%25A6%25AE%25E0%25A7%2581%25E0%25A6%25B8%25E0%25A6%25B2%25E0%25A6%25BF%25E0%25A6%25AE-%25E0%25A6%25B9%25E0%25A6%25BF%25E0%25A6%25A8%25E0%25A7%258D%25E0%25A6%25A6%25E0%25A7%2581-%25E0%25A6%2596%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A6%25BF%25E0%25A6%25B8%25E0%25A7%258D%25E0%25A6%259F%25E0%25A6%25BE%25E0%25A6%25A8-%25E0%25A6%25AC%25E0%25A7%258C%25E0%25A6%25A6%25E0%25A7%258D%25E0%25A6%25A7.jpg)
হিন্দু
আপনি কি হিন্দু?
- হিন্দু।
- আমিও হিন্দু।
আপনি বৈষ্ণব, নাকি শাক্ত?
- বৈষ্ণব।
- হরে কৃষ্ণ আমিও বৈষ্ণব।
আপনি গৌড়ীয় বৈষ্ণব, নাকি চৈতন্য বৈষ্ণব?
- চৈতন্য বৈষ্ণব।
- হরে কৃষ্ণ। আমিও চৈতন্য বৈষ্ণব।
-তো আপনি কি ইস্কনে নাকি শ্রী গুরু?
- ইস্কনে।
- হরে কৃষ্ণ,
আপনি আমাদের দেশি ইস্কন নাকি বিদেশি ইস্কন?
- দেশি।
- হরে কৃষ্ণ আমিও দেশি।
এভাবেই চলতে থাকে।
মুসলিম
ভাই আপনি কি মুসলিম?
- হ, মুসলমান।
- সুবানাল্লাহ, আমিও মুসলিম।
আপনে শিয়া নাকি সুন্নি?
- সুন্নি।
- আলহামদুল্লিহ! আমিও সুন্নি।
কোন মাজহাবে আছেন?
- হানাফি
- মাশাল্লাহ, আমিও হানাফি।
আপনি সৌদি নাকি উপমহাদেশীয় হানাফি?
- উপমহাদেশীয়
- মারহাবা, আমিও উপমহাদেশীয়।
আপনে শরিয়তি নাকি মারফতি?
- শরিয়তি
- জাযাকাল্লাহু খায়রান। আমিও শরিয়তি।
আপনি চরমোনাই নাকি আটরশি?
- চরমনাই।
খ্রিস্টান
ভাই আপনি কি খ্রিস্টান?
- হ, খ্রিস্টান।
- ও জিসাস। আমিও খ্রিস্টান।
আপনি ম্যানডেইন নাকি অর্থোডক্স?
- অর্থোডক্স।
- ভালো ভালো। আমিও অর্থোডক্স।
আপনি অরিয়েন্টাল অর্থোডক্স, ইস্টার্ন অর্থোডক্স নাকি শুধু অর্থোডক্স?
- শুধু অর্থোডক্স।
- গড। আমিও।
তা আপনি ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট নাকি এঞ্জেলিকেনিজম?
- ক্যাথলিক।
- আমিও ক্যাথলিক।
এভাবেই চলতে থাকে।
বৌদ্ধ
ভাই আপনি কি বৌদ্ধ?
- হ, ভাই বৌদ্ধ
কোন যানে আছেন, হীনযান নাকি মহাযান?
- হীনযান বৌদ্ধ নিকায়
- সাধু, সাধু। আমিও হীনযানি।
আপনি শ্রীলঙ্কান নাকি বঙ্গীয়?
- বঙ্গীয়
- মেত্তা করুণা মুদিতা উপেক্ষা, আমিও বঙ্গীয়।
আপনি বড়ুয়া নাকি মারমাগ্রী?
- বড়ুয়া।
- সব্বে সত্তা সুখীতা ভবন্তু। আমিও বড়ুয়া।
আপনি সংঘরাজ নাকি সঙ্ঘনায়ক?
- সংঘরাজ।
- বল বুদ্ধ বল। আমিও সংঘরাজ দলে।
-তো আপনি কি বনভান্তেবাদী, নাকি উছালা মার্মা?
- বনভান্তেবাদী
- সাধু সাধু। আমিও।
এভাবেই চলতে থাকে।
মানুষ
অথচ কথোপকথন টা যদি এমন হতো।
ভাই, আপনে কোন প্রাণী?
- মানুষ।
- কি বলেন। আমিও মানুষ।
- আহা, অনেকদিন পর আরেকজন মানুষ দেখে ভালো লাগলো।
একটি মন্তব্য পোস্ট করুন