Type Here to Get Search Results !

গরিব এবং বড়লোকের মধ্যে ব্যবধান ঠিক কতটা?

RB-RR

গরিব-এবং-বড়লোকের-মধ্যে-ব্যবধান-ঠিক-কতটা?

গরিব এবং বড়লোকের মধ্যে ব্যবধান ঠিক কতটা?

সমাজের উচ্চবিত্ত আর মধ্যবিত্ত যেই হোক, সবার বাড়িতেই থাকে বিভিন্ন পদের খাবারের পসরা। এত পদের খাবার না খেতে পারায় অধিকাংশই থাকে উচ্ছিষ্ট।

অপরদিকে নিম্নবিত্ত মানুষগুলো কোনো রকমে আদপেটে খেয়ে বেঁচে থাকে, এত পদের খাবারের প্লেট যাদের কাছে স্বপ্নের মত। কিন্তু আর্থিক অসংগতির কারণে সে স্বপ্ন কখোনোই পূরণ হয় না।

এমন কেন হবে? সমাজের কিছু মানুষ না খেতে পেরে ফেলে দেবে, আর কিছু মানুষের কাছে সে খাবারই স্বপ্ন? এ প্রশ্নের কি উত্তর নেই?

রোদেলা বিকেল 24 | অনলাইন সংবাদপত্র (পত্রিকা)

সর্বশেষ সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, রাজনীতি ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন।