সন্তানকে বাঁচাতে হাতি কুমিরটিকে মেরেই ফেললো !
এই দুর্লভ ঘটনাটি হ্যানস হেনরিক হার নামের এক আলোকচিত্রী ক্যামেরাবন্দি করেছেন আফ্রিকার জাম্বিয়ায়।
মায়ের মতো আর কি কেউ আছে? শুধুমাত্র মানব সমাজেই নয়, প্রাণীদের ক্ষেত্রেও সন্তানের জন্য মায়ের ভালোবাসার অনেক উদাহরণ মাঝে মাঝেই দেখা যায়। কখনও সন্তানকে বাঁচাতে নিজের জীবনই বিলিয়ে দেয় অনেক প্রাণী।
তেমনই এক মায়ের ভিডিও বর্তমানে ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে, সন্তানকে রক্ষা করতে কুমিরের সঙ্গে লড়াই করছে একটি মা হাতি।
এক মিনিট ৪০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বিশাল আকারের একটি কুমিরের সঙ্গে লড়াই করছে ওই হাতিটি। লড়াইয়ের এক পর্যায়ে পা দিয়ে পিষে কুমিরটিকে মেরে ফেলে মা হাতিটি। তবে, এতেও ক্ষোভ না কমায় এক সময় নিথর কুমিরটির লেজ শুঁড় দিয়ে পেঁচিয়ে পানির মধ্যে ছুড়ে ফেলে দেয় হাতিটি।
আফ্রিকার জাম্বিয়ায় ঘটা এই দুর্লভ ঘটনাটি হ্যানস হেনরিক হার নামের এক আলোকচিত্রী ক্যামেরাবন্দি করেছেন। ইউটিউবে প্রকাশের পর থেকেই ইতোমধ্যে ১২ লাখের বেশি দর্শক ভিডিওটি দেখে ফেলেছে।
ক্যাপশনে লেখা রয়েছে, “প্রাণী হিসেবে হাতি শান্ত স্বভাবের হলেও সন্তানের নিরাপত্তার জন্য হয়ে উঠতে পারে ভয়ঙ্কর। তারই চাক্ষুষ প্রমাণ এখানে দেখা যাচ্ছে। কুমিরটি সন্তানকে আক্রমণের জন্য প্রস্তুত বুঝতে পেরেই তৎক্ষণাৎ কুমিরটিকে মেরে ফেলে মা হাতিটি।”
জানা গেছে, মা হাতিটির দাঁত না থাকলেও তার ওজন এবং কৌশলই তাকে এই লড়াইয়ে জিতিয়ে দিয়েছে।
কোন মন্তব্য নেই