সর্বশেষ বিশ্ব ভূমিকম্পে অন্তত ১২৮ জনের মৃত্যু, বিধ্বস্ত নেপাল
ভূমিকম্পে অন্তত ১২৮ জনের মৃত্যু, বিধ্বস্ত নেপাল
By RB-RR নভেম্বর ০৪, ২০২৩
হিমালয়কন্যা খ্যাত নামে পরিচিত দেশ নেপালে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। ৬.৪ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত ১২৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ চাপা পড়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার গভীর রাতে আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী কাঠমান্ডুর ২৫০ মাইল উত্তর-পূর্বে জাজারকোট জেলায় ভূপৃষ্ঠ থেকে ১১ মাইল নিচে। নেপাল ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এদিকে এনডিটিভি জানিয়েছে, নেপালের সীমান্ত থেকে ৮০০ কিলোমিটার দূরে ভারতের রাজধানী নয়াদিল্লিতেও ভূমিকম্প অনুভূত হয়েছে।
ভূমিকম্পে নেপালের অনেক জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। জাজারকোট জেলার উপ-পুলিশ সুপার সন্তোষ রোকা বলেন, জাজারকোট ও পশ্চিম রুকুম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু জাজারকোটেই ৪৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন মেয়রও রয়েছেন। আহত হয়েছেন পঞ্চাশের বেশি।
পশ্চিম রুকুমের পুলিশ সুপার জানান, তার এলাকায় ৩৬ জন নিহত হয়েছেন। অধিকন্তু, আটবিসকোট পৌরসভায় ৩৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সানিভেরী পল্লী পৌর এলাকায় আরও আটজন মারা গেছেন।
সরকারি বাহিনীর উদ্ধার অভিযান চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
একটি মন্তব্য পোস্ট করুন