অলিতে গলিতে এত বেকার কেন?

 অলিতে-গলিতে-এত-বেকার-কেন?

https://medication360.blogspot.com/

বাংলাদেশের Unemployment Rate নাকি USA, UK, Canada, Italy,  Spain, Germany, Australia, Austria, New Zealand, Brazil, Norway, Netherlands, Hungary সহ বেশিরভাগ উন্নত দেশগুলোর তুলনায় অনেক কম। বিশ্বাস না হলে Google করেন। অনেক রিপোর্ট আছে।

সে হিসেবে বাংলাদেশে জবের পরিমাণ বহুগুণ বেশি হওয়ার কথা। তাহলে 

অলিতে গলিতে এত বেকার কেন? Unemployment Rate কম হলে তো গরীব মানুষ অনেক কম হওয়ার কথা। তাহলে এত মানুষ গরীব কেন? 

বাংলাদেশের মানুষ ওই উন্নত দেশগুলোতে পড়াশোনা করতে যাওয়ার একটা বড় কারণ, জব করে স্থায়ীভাবে বসবাস করার ইচ্ছা। হিসেব অনুযায়ী, বাংলাদেশেই প্রচুর জব আছে। তাহলে কেন?

আমার মতে,বেকার হওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ আছে, শুধুমাত্র সরকারি চাকরির পেছনে ছোটা।কোম্পানিতে বেতন তুলনামূলক বেশি হলেও অস্থায়ী হওয়ায় জব করতে অনীহা। অথচ বিদেশী কোম্পানীতে অফার পেলে সরকারি চাকরি করা মানুষও দৌড় দেয়। 

কিন্তু তারা জানে, একদিন পর তাদের কোম্পানি থেকে তাদের ছাটাই করা হতে পারে। উন্নত দেশের ছাত্ররা অনার্স পড়ে নিজের কোম্পানি খুলে আরো শত মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে। আরো আমরা একটা সরকারী চাকুরীর জন্য দিনরাত সাধারণ জ্ঞান পড়ি। আর কিছু না বলি।

লেখক-
saffa bin mobin