Type Here to Get Search Results !

শিক্ষিকাকে ১০১ বার ছুরিকাঘাতে হত্যা, ৩০ বছর আগের অপমানের বদলা নিতে!

RB-RR
শিক্ষিকাকে_১০১_বার_ছুরিকাঘাতে_হত্যা
ছবি: (প্রতীকী ছবি) সংগৃহীত

৩৭ বছর বয়সী এক ব্যক্তি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের কাছ থেকে অপমানিত হওয়ার ৩০ বছর পর ২০২০ সালে তাকে ১০১ বার ছুরিকাঘাতে হত্যা করার কথা স্বীকার করেছেন। 

বৃহস্পতিবার (১৭ মার্চ) বেলজিয়ামের আইনজীবীরা এ তথ্য জানান। খবর এনডিটিভির।

তদন্তকারীদের বলেন গুন্টার উভেন্টস নামে ওই ব্যক্তি, ১৯৯০ এর দশকের প্রথম দিকে যখন তিনি সপ্তম শ্রেণিতে পড়তেন, তখন শিক্ষক মারিয়া ভারলিন্ডেন ক্লাসে তাকে অপমান করেছিলেন।

২০২০ সালে ৫৯ বছর বয়সী ভারলিন্ডেন, অ্যান্টওয়ার্পের কাছে হেরেন্টালসে নিজ বাড়িতেবর্বর হত্যাকাণ্ডের শিকার হন। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তাকে ১০১ বার ছুরিকাঘাত করা হয়েছিল।

হত্যাকাণ্ডের ১৬ মাস পর উভেন্টস তার বন্ধুর কাছে অপরাধ স্বীকার করে। পরে ওই বন্ধু বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ তাকে আটক করে।

স্থানীয় প্রসিকিউটর অফিস বার্তা সংস্থা এএফপিকে জানায়, উভেন্টস তার কৃতকর্মের ‘বিস্তারিত ব্যাখ্যা’ দেন, যা স্বীকারোক্তি হিসেবে গণ্য করা হয়। 

তিনি ওই শিক্ষকের কারণে প্রাথমিক বিদ্যালয়ে অপমানিত হন বলে জানিয়েছেন। উভেন্টসকে গত মঙ্গলবার বিচারকের সামনে হাজির করা হয় এবং হত্যার অভিযোগে তাকে হেফাজতে রাখা হয়েছে।

ইউএইচ/

রোদেলা বিকেল 24 | অনলাইন সংবাদপত্র (পত্রিকা)

সর্বশেষ সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, রাজনীতি ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন।