অস্ট্রেলিয়ায় পাকিস্তানের এই পরিসংখ্যানই প্রমাণ, মোহাম্মদ রিজওয়ানের দলের কীর্তিটা কত বড়।
২০০২ সালে পাকিস্তান যখন প্রথমবার অস্ট্রেলিয়ায় সিরিজ জেতে, সেটি ছিল ডাউনআন্ডারে দলটির দশম সিরিজ। সেই সিরিজ থেকে হিসাব করলে আবার দশম সিরিজে এসেই কাকতাল তো আছে আরও।
২২ বছর আগেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা পাকিস্তান জিতেছিল প্রথম ম্যাচ হারার পর পরের দুটি ম্যাচ জিতে। এবারও তা–ই। সেবারও গতির ঝড়ে অস্ট্রেলীয় ব্যাটিং লাইনআপকে উড়িয়ে দিয়েছিল পাকিস্তান, এবারও সেই গল্পই। এবার যেমন হারিস রউফ, সেবার ছিলেন শোয়েব আখতার। তিন ম্যাচে ১০ উইকেট নিয়ে সিরিজ–সেরার স্বীকৃতি পেয়েছেন হারিস। ২২ বছর আগে সিরিজের শেষ দুই ম্যাচ খেলতে পেরেছিলেন শোয়েব। তাতে ৭ উইকেট নিয়েই ম্যান অব দ্য সিরিজ।
২২ বছর আগে অস্ট্রেলিয়া সফরের পাকিস্তান দলটাকে নামের ভারে আপনি দেশটির ইতিহাসের অন্যতম সেরা দল হিসেবেও চালিয়ে দিতে পারেন। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতার, মোহাম্মদ সামি, আজহার মেহমুদ, শহীদ আফ্রিদি—বোলিং লাইনআপটা তো তারায় তারায় খচিতই ছিল।
সাঈদ আনোয়ার, ইনজামাম-উল-হক, মোহাম্মদ ইউসুফ, শোয়েব মালিক, ইউনিস খান, ইমরান নাজির—ব্যাটিং লাইনআপটাও তো কম ঝলমলে ছিল না। উইকেটের পেছনে ছিলেন রশিদ লতিফের মতো কিপার।