সাকিব শেষ ওভারে জেতালেন কলকাতাকে

এই জয়ে ফাইনালের পথে আরেক ধাপ এগিয়ে গেল আইপিএলের দুইবারের চ্যাম্পিয়নরা। আগামী ১৩ অক্টোবর ফাইনালে ওঠার ম্যাচ দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে সাকিবদের দল।

সাকিব-শেষ-ওভারে-জেতালেন-কলকাতাকে

জিতলে ফাইনালের টিকিট নিশ্চিত নয়। তবে হারলে ছিটকে যেতে হবে টুর্নামেন্ট থেকে। আইপিএল ২০২১-এর এলিমিনেটরে এরকমই ডু-অর-ডাই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স। শেষমেশ ব্যাঙ্গালোরকে ছিটকে দিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নেয় নাইট রাইডার্স।

ম্যাচের সেরা নারিন
বল হাতে ২১ রানের বিনিময়ে ৪ উইকেট নেন সুনীল নারিন। ব্যাট করতে নেমে ৩টি ছক্কার সাহায্যে ১৫ বলে ২৬ রান করেন তিনি। স্বাভাবিকভাবেই ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম্যান্স উপহার দেওয়া সুনীল নারিন ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন।

খালি হাতে ক্যাপ্টেন্সি কেরিয়ার শেষ কোহলির
বিরাট কোহলি আগেই জানিয়ে দিয়েছিলেন যে, পরের মরশুম থেকে আর আইপিএলে ক্যাপ্টেন্সি করবেন না। সুতরাং এবারও আরসিবি ট্রফি জিততে ব্যর্থ হওয়ায় খালি হাতেই আইপিএলের ক্যাপ্টেন্সি কেরিয়ার শেষ করলেন তিনি।

৪ উইকেটে জয় কেকেআরের
আরসিবির ৭ উইকেটে ১৩৮ রানের জবাবে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স ১৯.৪ ওভারে ৬ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৩৯ রান তুলে নেয়। শাকিব ৯ ও মর্গ্যান ৫ রানে অপরাজিত থাকেন। এই জয়ের সুবাদে ব্যাঙ্গালোরকে ছিটকে দিয়ে আইপিএল ২০২১-এর দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকিট অর্জন করে কলকাতা।

শেষ ওভারে শাকিব জেতালেন কলকাতাকে
শেষ ওভারে ক্রিশ্চিয়ানের প্রথম বলেই চার মারেন শাকিব। দ্বিতীয় বলে ১ রান নেন। তৃতীয় বলে মর্গ্যান ১ রান নেন। চতুর্থ বলে ১ রান নিয়ে দলের জয় নিশ্চিত করেন শাকিব।